আমঝুপি অফিস:
চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় আসসালাম ও নাজমুল নামের দুই ব্যক্তি আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলা রাজনগর এ আর বি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত আসলাম ও নাজমুলকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আসলাম মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আব্দুল কাদেরের ছেলে এবং নাজমুল সদর উপজেলার পাটাপুকুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।জানা গেছে আহত নাজমুল সহ তার কয়েকজন সঙ্গী এ আর বি কলেজের সামনের রাস্তা পার হচ্ছিল।
এসময় আসলাম হোসেন মোটরসাইকেল চালিয়ে যাবার পথে পিছন দিক থেকে নাজমুলকে ধাক্কা মারে। এসময় মোটরসাইকেল চালক আসলাম ছিটকে পড়ে এবং নাজমুল সহ সে আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।