Home » মেহেরপুর জেলার গাংনী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক স্থগিত হওয়ায় সংবাদ সম্মেলন

মেহেরপুর জেলার গাংনী উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক স্থগিত হওয়ায় সংবাদ সম্মেলন

কর্তৃক xVS2UqarHx07
145 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

দীর্ঘ দেড় যুগ পরেও মেহেরপুরের গাংনী উপজেলা আ.লীগের ফ্রী বাসিক সম্মেলন স্থগিত হওয়ার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮মার্চ) বিকেলে সম্মেলন প্রস্তুতিস্থলে এ আয়োজন করে গাংনী উপজেলা আওয়ামীলীগ।

দীর্ঘ প্রতিক্ষার পর আগামী রবিবার (২০ মার্চ) গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

সকল প্রস্তুতির শেষ পর্যায়ে এসে সম্মেলন স্থগিতের বিষয়ে উপজেলার নেতাকর্মীসহ সকল শ্রেনী পেশার মানুষকে অবহিত করতেই এ সংবাদ সম্মেলন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। এসময় তিনি সকলের উদ্দেশ্যে বলেন সম্মেলনের স্থগিতের বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্ত এবং প্রতিদ্বন্দীদের শত্রুতার ফলেই এ সম্মেলন স্থগিত হয়েছে।

তবে আমরা এখনও আশাবাদি যে এবার সম্মেলন হবে। এবং আগামী দিনে বৃহত এ সংগঠনের যোগ্য নেতৃত্ব আমরা পাবো। এসময় জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরউজ্জামান, নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, বামুন্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, ষোলটাকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়াসহ নেতৃবৃন্দ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন