নিজস্ব প্রতিবেদক:
অদ্য ১৭-১১-২০২১ খ্রিঃ মেহেরপুর জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ খুলনা কর্তৃক মনোনীত নিয়োগ বোর্ডের সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) কুষ্টিয়া ও জনাব আনিছুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, চুয়াডাঙ্গা এবং পুলিশ হেডকায়ার্টার্স ঢাকা কর্তৃক নিয়োগ সংশ্লিষ্ট তদারকি টিমের সদস্য জনাব মাহমুদুল হাসান, পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং জনাব মোঃ মেহেদি হাসান শাতিল, সিনিয়র সহকারি পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা ও নিয়োগ ডিউটিতে নিয়োজিত মেহেরপুর জেলার বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স।