নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মেহেরপুর জেলার বিভিন্ন এলাকায় ১৫ জনের অপমৃত্যু হয়েছে, এর মধ্যে খুন হয়েছে ১ জন,সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন,আত্মহত্যা করেছে ১২ জন, অপমৃত্যুকারিদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৫ মহিলা রয়েছে।
ফেব্রুয়ারি মাসের ২ তারিখে মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরীনগরে সড়ক দুর্ঘটনায় জিল্লুর রহমান (৫৭) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে,নিহত জিল্লুর রহমান মুজিবনগর উপজেলার গৌরীনগর গ্রামের সাত্তার গাজীর ছেলে,ওই সড়ক দুর্ঘটনায় ইমন নামের এক স্কুল ছাত্র আহত হয়।
পরের দিন মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ফার্মের কাছে সড়ক দুর্ঘটনায় লাল্টু নামের এক ব্যক্তির মৃত্যু হয়, নিহত লাল্টু মেহেরপুরের গাংনী উপজেলার কচুঁয়খালী গ্রামের আহমেদ আলী ছেলে এবং আহত মিনারুল একই গ্রামের জামাল শাহার ছেলে, ২৬ ফেব্রুয়ারি-২৫ মেহেরপুরের গাংনী উপজেলার রামনগরে প্রতিপক্ষের হামলায় হৃদয় হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছে,এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন, নিহত হৃদয় হোসেন গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের রিফুজি পাড়ার সাহাদত হোসেনের ছেলে।
ফেব্রুয়ারি মাসে ১২ জন বিষপান ও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন, এর মধ্যে মেহেরপুর সদর উপজেলায় ৩ জন পুরুষ এবং ৩ জন মহিলাসহ ৬ জন এবং গাংনী উপজেলায় ৬ জন এর মধ্যে পুরুষ ৪ জন মহিলা ২জন রয়েছে, চলতি সালের জানুয়ারি মাসে মেহেরপুর জেলায় ১৪ জনের অপমৃত্যু হয়েছিল।