নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরের দিকে দায়িত্ব হস্তান্তর করা হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির বিদায়ী সভাপতি মিয়াজান আলী নবনির্বাচিত সভাপতি মারুফ আহমেদ বিজনের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বক্তব্য রাখেন বিদায়ী সভাপতি মিয়াজান আলী, নব-নির্বাচিত সভাপতি মারুফ আহমেদ বিজন, বিদায় সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন। পরে নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে নব-নির্বাচিত সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক একেএম জিল্লুর রহমান, যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন রাসেল, কোষাধক্ষ্য আরিফুজ্জামান, সদস্য রোকেয়া খাতুন, শফিউল আজম খান বকুল, ফয়সাল নাসরুল্লাহ কনক, সাইদুর রহমান রিপনসহ এডভোকেট মোখলেছুর রহমান, মোখলেছুর রহমান স্বপন, কামরুল হাসান প্রমূখ উপস্থিত ছিলেন।