মেহেরপুর প্রতিনিধি:
আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিতব্য মেহেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ৯টি পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার দুপুরের দিকে মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে তার সাথে তাদের মনোনয়নপত্র জমা দেন। ৯টি পদের মধ্যে কেবলমাত্র কোষাধক্ষ পদে দুইজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমাদানকারীদের মধ্যে সভাপতি পদে মারুফ আহমেদ বিজন, সহ-সভাপতি পদে শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সাইদুর রাজ্জাক সাদ্দাম, যুগ্ম সম্পাদক পদে এহান উদ্দিন মনা, সাইফুল ইসলাম সাহেব,লাইব্রেরী সম্পাদক পদে শফিউল আলম বকুল, এবং সদস্য পদে আরিফুজ্জামান, আয়েশা সিদ্দিকা, আল মামুন অনল রয়েছে।
এছাড়াও কোষাধক্ষ্য পদে এককভাবে আতাউর রহমান মনোনয়নপত্র দাহিল করেন।নির্বাচন পরিচালনাকারী কমিটির আহবায়ক অ্যাডভোকেট বিমল কুমার বিশ্বাসের কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। কোষাধ্যক্ষ পদে আতাউর রহমান তার মনোনয়নপত্র প্রত্যাহার কিংবা বাতিল হলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হবেন।