Home » মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা

মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা

কর্তৃক xVS2UqarHx07
170 ভিউজ

মেহেরপুর প্রতিনিধি:

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করেছে মেহেরপুর জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকালের দিকে সম্প্রীতি সমাবেশ শান্তি শোভাযাত্রা বের করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের সভাপতিত্বে, মেহেরপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পিপি পল্লব ভট্টাচার্য, উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তী, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, শহর যুবলীগের সভাপতি শেখ কামাল, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ।

এর আগে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে শান্তি শোভাযাত্রা বের করা হয়।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের নেতৃত্বে শান্তি শোভাযাত্রাটি মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন