মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর সরকারি কলেজ রোডস্থ শহীদ স্মৃতিসৌধে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চারনেতাসহ সকল শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মা শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন উপস্থিত থেকে মেহেরপুর শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা, পৌর আওয়ামী লীগের সম্পাদক আক্কাস আলী, সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নবনির্বাচিত চেয়ারম্যান শাহজামান, শহর সমাজ সেবা সমন্আবয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।