আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে অভিযান চালিয়ে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল মালিকদের বিরুদ্ধে মামলা দায়ের করাসহ মোটরসাইকেল আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর কোট সড়ক সহ মেহেরপুরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। ট্রাফিক সার্জেন্ট পবিত্র বিশ্বাসের নেতৃত্বে অভিযানে অর্ধশতাধিক গাড়ির কাগজপত্র পরীক্ষা শেষে গাড়ির বৈধ কাগজপত্র না থাকায় ১২টি গাড়ি আটক করা হয় এবং ১২ টি মামলা দায়ের করা হয়।