আমঝুপি অফিস:
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি ইউনিয়নে খোকসা গ্রামে মেম্বার হাফিজুর রহমান হাফিজের মাধ্যমে জেলা পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করেন। আজ বিকেল চার টার সময় খোকসার গরিবদের মাঝে ত্রাণ বিতরণ করেন । উপস্থিত ছিলেন খোকসা জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সভাপতি রফিকুল ইসলাম, খোকসা স্কুল বায়তুল নুর জামে মসজিদের সভাপতি আব্দুর রাজ্জাক, খোকসা গ্রামের মেম্বার হাফিজুর রহমান হাফিজ, সাবেক মেম্বার হাসিম উদ্দিন , আজিজুল,ফিরোজ,আফাইদুল,হাসিম প্রমুখ।