নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিদায় জানানো হয়েছে। দুপুরের দিকে জেলা পরিষদ মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রাসূল সহ সদস্যদের বিদায় জানানো হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যান এবং সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে বিদায় জানান। জেলা পরিষদের বিদায় চেয়ারম্যান গোলাম রসুল, সদস্য তৌহিদ মুর্শেদ অতুল, ইমতিয়াজ হোসেন মিরন, খাজা মইনুদ্দিন লিটন, শাহিন আলম, শামীম আরা হীরা, সামিউন বাসির পলি, শাহানা ইসলাম সান্তনা, আব্দুল কুদ্দুস প্রমূখ সদস্য উপস্থিত ছিলেন।