নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা পরিষদ চত্বরে ২দিনব্যাপী কৃষি মেলা ও কৃষি ঋণ মেলার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড.মোঃ আব্দুর রাজ্জাক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন,কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম,বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন(বিএডিসি) ‘র চেয়ারম্যান (গ্রড-১)এ এফ এম হায়াতুল্লাহ, মহাপরিচালক আব্দুল গাফফার খান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনোজির আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোহাম্মদ শাজাহান কবীর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মোঃ আব্দুল আউয়াল, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোঃ আখতারুজ্জামান, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান,পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া।