আজকের মেহেরপুর ডেক্স:
বাংলাদেশ পুলিশে দীর্ঘ প্রায় ৪০ বছর চাকুরীজীবন সমাপ্ত করে পিআরএল এ যাওয়া এসআ্ই (সঃ) মোঃ মোস্তফা কামাল এবং এএসআই (সঃ) মোঃ জিন্নাত আলী চাকরি জীবন শেষ করে অবসর গ্রহণ করায় তাদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে পুলিশের দুই সদস্যকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম উপস্থিত থেকে বিদায়ী দুই সদস্যকে ফুলের মালা পরিয়ে ফুল ছিটিয়ে সুসজ্জিত গাড়িতে করে তাদেরকে বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে তাদেরকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলম সহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, ডিবির ওসি জুলফিকার আলী ,ইন্সপেক্টর জাকির হোসেন সহ মেহেরপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।