মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা পুলিশের অভিযানে সঙ্ঘবদ্ধ ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য ৪ জন গ্রেফতার
মেহেরপুর জেলা পুলিশের অভিযানে সঙ্ঘবদ্ধ ট্রান্সফরমার চুরি চক্রের সদস্য মনিরুল ইসলাম, সেলিম আলী, হারেজ মালিথা এবং রফিক নামের ৪ জন গ্রেফতার ।
বুধবার দিবাগত রাত্রে পুলিশ অভিযান চালিয়ে ট্রান্সফরমার চুরি চক্রের ওই ৪ সদস্যকে আটক করে। আটক মনিরুল ইসলাম মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের তুফান মন্ডলের ছেলে, সেলিম আলী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তাজপুর মোল্লাপাড়ার হায়াত মন্ডলের ছেলে, হারেজ মালিথা কুষ্টিয়ার বাজার ঘাট এলাকার ফকির চাঁদ মালিথার ছেলে এবং রফিক নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শ্যামপুর গ্রামের রশিদ ব্যাপারীর ছেলে।
জানা গেছে গত দুই তিন মাস যাবত মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামের মাঠ থেকে ৪০-৪৫ টি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এ ঘটনা মেহেরপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে। ওই মামলার সূত্র ধরে মেহেরপুর ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকার থেকে চোর চক্রের ৪ সদস্যকে আটক করে।