Home » মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর শহরে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর শহরে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে

কর্তৃক xVS2UqarHx07
217 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে মেহেরপুর শহরে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরের থেকে বিকাল পর্যন্ত মেহেরপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড থেকে শুরু করে ৪ নম্বর ওয়ার্ড পর্যন্ত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ারের নেতৃত্বে পুলিশের সদস্যরা ১ নম্বর ওয়ার্ড থেকে ৪ নম্বর পর্যন্ত মাদক ব্যবসায়ী ও মাদকসেবনকারী দের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালান। এসময়ের নয়ন নামের একজনকে হেরোইনসহ গ্রেফতার করতে সমর্থ হয়। নয়ন মেহেরপুর শহরের বেড়পাড়ার সিরাজুল ইসলামের ছেলে।

অভিযান শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার বলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম এর নির্দেশনা আমরা আমাদের লেভেল থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের নজরদারির মধ্যে এই জেলাতে যেখানে মাদকদ্রব্য থাকুক না কেন আমরা সেই সমস্ত মাদকদ্রব্য জব্দ করবো। এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অভিযানে অন্যদের মধ্যে মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান, (তদন্ত) সাজেদুল ইসলাম, ডিবির এসআই অজয় কুমার কুন্ডুসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন