নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর পুলিশ লাইন ড্রিলসেড মিলনায়তনে এ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোঃ রফিউল আলমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাগণ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন। পরে সেখানে পুলিশের ভাল কাজ করায় বিভিন্ন কর্মকর্তার মধ্যে পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মোঃ রাফিউল আলম পুলিশ কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।