মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুরের বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন।
রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান এবং পুলিশ সুপার মোঃ রাফিউল আলম মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের গোভিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুতুবপুর ইউনিয়নের কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, কালীগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাংনী উপজেলার ষোলটাকা সহ বেশকিছু কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার ভোটারসহ ভোটকেন্দ্রে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন। এসময় ভোটের পরিবেশ দেখে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন।