Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা

কর্তৃক xVS2UqarHx07
187 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যোগদানকৃত ৩৮ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ জওয়াহেরুল আলম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাজমুল হুদা, প্রফেসর হাসানুজ্জামান মালেক, সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল ইসলাম, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফা খাতুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুজ্জামান,সহকারি শিক্ষক রাকিবুল ইসলাম লুৎফুন্নেসা প্রমুখ। এর আগে যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান,নবাগত সহকারি শিক্ষক ওমর ফারুক, উজ্জ্বল কুমার মন্ডল, আমজাদ হোসেন, জগন্নাথ কুমার, ফয়সাল রেজা, রোকনুজ্জামান, জসিম উদ্দিন, আলী হোসেন, রাকিবুল ইসলাম, নাজমুল হাসান, অরূপ কুমার কর্মকার, সাদ্দাম হোসেন,নবাব শরিফ, শামীম রেজা, তারিক আজিজ, মাহফিজুর রহমান, আরিফুল ইসলাম, সুমাইয়া বিনতে আশরাফ, তারিফুল মহায়মিন,স্নেহাংশু শেখর সম্রাদ, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবাগত শিক্ষক সাইফুল্লাহ হাবিব, শরিফুল ইসলাম, সাথী খাতুন, তুষার কুমার বর্মন, বদিউর রহমান, সেলিম রেজা, তারিক হাসান, মাসুদ রানা, মুসলিমা খাতুন, সাদ্দাম হোসেন, অরূপ কুমার সাহা, জাহাঙ্গীর হোসেন, রমিজ রাজা, অনাদিকুমার জেতদার, রুমানা পারভীন, মাসুদ পারভেজ ও টুম্পা বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন