Home » মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ,বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ,বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

কর্তৃক xVS2UqarHx07
221 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

জেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়নশীল দেশে উত্তোরন সংক্রান্ত জাতীয় কমিটি ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় “স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার,পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক প্রমূখ।

আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কমান্ডেন্ট শাহাদাত হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন