নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সিফাত মেহেরাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তরিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমীন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ,জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ,জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ,জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহামুদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশন কর্মকর্তা কাজি আবুল মুনসুর,মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিতম কুমার সাহা,টি আই ইসমাইল হোসেন, মেহেরপুর সরকারি কলেজের প্রভাষক মনিরুজ্জামান ,জেলা সহকারি শিক্ষা অফিসার আব্দুর রাহিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন,জেলা প্রতিবন্ধী কর্মকর্তা তুলশি কুমার পাল,বীর মুক্তিযুদ্ধা ক্যাপ্টেন ( অব) আব্দুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।