নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা প্রশাসনে ৩ জন সরকারি কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। ৩জন সরকারি কমিশনাররা হলেন মোঃ আবীর হোসেন (১৯২০২),মোঃসাজেদুল ইসলাম (১৯২০৫) এবং সুমাইয়া জাহান ঝুরকা (১৯২৫৩)।
শুক্রবার সকালে ৩ জন সরকারি কমিশনার মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের কাছে তাদের নিয়োগ পত্র জমা দেন। এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান নবাগত ৩ জন সহকারী কমিশনারকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
#এরপর
মেহেরপুর জেলা প্রশাসনে যোগদানকারী ৩ জন সরকারি কমিশনারের মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ । শুক্রবার দুপুরের দিকে যোগদানকারী ৩ জন সরকারি কমিশনার মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত ছিলেন। এর আগে মোঃ আবীর হোসেন, মোঃ সাজেদুল ইসলাম এবং সুমাইয়া জাহান ঝুরকা সহকারী কমিশনার হিসেবে মেহেরপুরে যোগদান করেন।
মেহেরপুর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সাথে পুষ্প মাল্য অর্পণের সময় নবাগত ৩ জন সহকারী কমিশনার ছাড়াও মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, নেজারত ডেপুটি কালেক্টর গোলাম রাব্বানী, সহকারী কমিশনার রিফাত জাহান, আসাদুজ্জামান নূর প্রমুখে উপস্থিত ছিলেন।