Home » মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস এগ্রিকালচারল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ১ প্রজেক্ট (NATP-2) ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিস এগ্রিকালচারল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ১ প্রজেক্ট (NATP-2) ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন

কর্তৃক xVS2UqarHx07
144 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

মেহেরপুর জেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ ১ প্রজেক্ট (NATP-2) ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়l গতকাল সকাল ৮ টার সময় মেহেরপুর সদর উপজেলা বুড়িপোতা ইউনিয়ন হরিরামপুর গ্রামে -গরু -ছাগল -ভেড়া-ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন-মেহেরপুর সদরের প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা ডাক্তার তৌহিদুল ইসলাম- প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরে জেলা প্রাণিসম্পদ অফিস কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান– সদর প্রাণিসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাক্তার ছাকিবুল ইসলাম– ডাক্তার শারমিন আক্তার রত্না– সাংবাদিক আকতারুজ্জামান -মেহেরপুর উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা রহমতউল্লাহ- বুড়িপোতা উনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ স্বার্থ আলী– প্রধান অথিতির কৃষিবিদ সাইদুর রহমান বক্তব্যে বলেন মেহেরপুর সদর উপজেলা১৫ টি গ্রামে এই ভ্যাকসিন কার্যক্রম চলমান থাকবে- এবং প্রয়োজন হলে আরো -গ্রাম বাড়ানো হবে। মেহেরপুর সীমান্ত এলাকায় এলাকায় বেশি করে ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে যেন ওপার থেকে কোন রোগ মেহেরপুরে ঢুকতে না পারে । এ সময় খামারিগণ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

০ মন্তব্য

You may also like

মতামত দিন