Home » মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের বই বিতরণের উদ্বোধন।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের বই বিতরণের উদ্বোধন।

কর্তৃক xVS2UqarHx07
17 ভিউজ

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের বই বিতরণের উদ্বোধন।

 

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের নতুন বছরের বই বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর বি এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।

 

জেলা প্রশাসক সিফাত মেহনাজ উপস্থিত থেকে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী মূয়ীদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ফারুক উদ্দিন, ইউ আর সির ইন্সট্রাকটর আব্দুল মতিন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, শফিকুল ইসলাম,বিএম মডেল সরকারের প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সুরাইয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,প্রাথমিক শিক্ষার ভিত শক্ত না হলে আগামী প্রজন্ম ঠিক মতো গড়ে উঠতে পারবে না। তাই প্রাথমিক শিক্ষার ভিত শক্ত করার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। ২০২৫ শিক্ষাবর্ষে মেহেরপুর জেলায় ৭৯ হাজার ৭৫৬ শিক্ষার্থীর জন্য ৩ লক্ষ ৪৪ হাজার ৬৮৮ টি বিতরণ করা হবে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন