নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুর জেলা প্রেস ক্লাবের নির্বাচনে
তোজাম্মেল আযম সভাপতি, সম্পাদক মাহাবুব চান্দু। দৈনিক যুগান্তর’র মেহেরপুর প্রতিনিধি তোজাম্মেল আযমকে সভাপতি ও দৈনিক ইত্তেফাক’র মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুব চান্দুকে পুনরায় সাধারণ সম্পাদক করে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮/১২/২১) মেহেরপুরের ঐতিহ্যবাহী আমঝুপি নীলকুঠি চত্বরে ক্লাবের বার্ষিক সাধারণ সভা শেষে দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করেন মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও গবেষক আবদুল্লাহ আল আমিন ধুমকেতু। তিনি নব নির্বাচিত সদস্যদের নাম ঘোষনা করেন।
অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি চ্যানেল নাইনের মেহেরপুর প্রতিনিধি আবু নাসের চৌধুরী, যুগ্ম সম্পাদক বাংলাটিভি প্রতিনিধি আক্তারুজ্জামান, অর্থ সম্পাদক বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন, গণযোগাযোগ সম্পাদক জবাবদিহি প্রতিনিধি সিদ্দিকী শাহীন, দপ্তর সম্পাদক আমাদের অর্থনীতি প্রতিনিধি মাসুদ রানা, নির্বাহী সদস্য ডেইলি স্টার প্রতিনিধি ড. আমানুর আমান, মাটির ডাক প্রতিনিধি মুহম্মদ মহসীন, দিনকাল প্রতিনিধি হারুন অর রশিদ চৌধুরী, ভোরের কাগজ প্রতিনিধি মর্তুজা ফারুক।
এর আগে সাধারণ সভায় তোজাম্মেল আযমের সভাপতিত্বে বক্তব্য দেন কালের কণ্ঠ মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন, বাংলাটিভি প্রতিনিধি আকতারুজ্জামান, বাসস প্রতিনিধি দিলরুবা খাতুন।