নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত তথ্যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মেহেরপুর জেলা বিএনপির কমিটি ভেঙ্গে দিয়ে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাভদ মাসুদ মিল্টনকে আহবায়ক এবং অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম আহবায়ক মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সাবেক যুগ্ম সম্পাদক ফয়েজ মোহাম্মদ এবং সদস্য মেহেরপুরে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুন এবং মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।