আজকের মেহেরপুর ডেস্ক:
শনিবার অনুষ্ঠিতব্য পবিত্র ঈদুল ফিতরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মেহেরপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিশিষ্টজনেরা কে কোথায় নামাজ পড়বেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য শাহিদুজ্জামান খোকন তেরাইল জোয়ারদার পাড়া ঈদগাহ ময়দানে।
জেলা প্রশাসক মুহাম্মদ আজিজুল ইসলাম জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে, পুলিশ সুপার মোহাম্মদ রাফিউল আলম, পুলিশের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুলিশ লাইন্স মাঠে ঈদের নামাজ আদায় করবেন।মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন মেহেরপুর পুরাতন ঈদগাহ মাঠে, মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন পৌর ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পৌর ঈদগাহ মাঠে।মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল শহরের পুরাতন ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতু পৌর ঈদগাহ মাঠে। সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম শহরের পুরাতন ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী খন্দকার পাড়া ঈদগা মাঠে। সাবেক পিপি খন্দকার একরামুল হক হীরা খন্দকার পাড়া ঈদগাহ মাঠে। মেহেরপুর নিউজের সম্পাদক পলাশ খন্দকার খন্দকার পাড়া ঈদগা মাঠে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস পিরোজপুর ঈদগা মাঠে, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্ন আমঝুপি ঈদগাহ মাঠে, সাধারণ সম্পাদক ও বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম বাড়াদী ঈদগাহ মাঠে। মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা আনন্দবাস ঈদগাহ মাঠে।মেহেরপুরের অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক বামন পাড়া ঈদগা মাঠে। মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান পৌর ঈদগা মাঠে নামাজ আদায় করবেন। সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আমঝুপি শেখপাড়া জামে মসজিদে নামাজ আদায় করবেন।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেদ গাংনী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। গাংনী পৌর মেয়র আহমেদ আলী চৌগাছা ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা শোলমারি ঈদগাহ মাঠে। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান গোভীপুর ঈদগা মাঠে। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতিন গোপালপুর ঈদগাহ মাঠে।
আমদাহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন আমদহ ঈদগাহ মাঠে।মহাজনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাম হোসেন মিলু যতারপুর ঈদগাহ মাঠে।বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়োব হোসেন আনন্দবাস ঈদগাহ মাঠে। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর রহমান মোনাখালী ঈদগাহ মাঠে।দারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান রবি দারিয়াপুর ঈদগাহ মাঠে। মেহেরপুর জেলা ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সভাপতি জহিরুল ইসলাম জুগিন্দা ঈদগাহ মাঠে। সাধারণ সম্পাদক আজিমউদ্দিন ময়ামারী ঈদগাহ মাঠে। সাবেক সম্পাদক সানোয়ার হোসেন সানু পৌর ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।