আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান চালিয়ে আছানুল হক নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে হেরোইন উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকালের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী থেকে আছানুলকে গ্রেপ্তার করা হয়।
আছানুল মোনাখালী গ্রামের আনারুল ইসলামের ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাগন মোনাখালী বাজার এলাকায় অভিযান চালান। এ সময় তার নিকট থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।