নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হেরোইনসহ গ্রেফতার।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১০ গ্রাম হেরোইন সহ নাজমা খাতুন ওরফে খুশি খাতুন নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার দিবাগত রাতে মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে নাজমা খাতুন ওরফে খুশি খাতুন গ্রেফতার করা হয়।নাজমা খাতুন ওরফে খুশি খাতুন মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের সমিরুল ইসলাম ওরফে আজিলের স্ত্রী।
জানা গেছে গোপন সুত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সরকারি পরিচালক শিরিন আক্তারের নেতৃত্বে, পরিদর্শক আবুল হাশেম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই মদনমোহন সাহা, এএসআই জিএম শহিদুল ইসলাম, রুহুল আমিনসহ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা নাজমা খাতুন ওরফে খুশি খাতুনের বাড়ি থেকে তাকে আটক করে। এ সময় তার হাতে থাকে ব্যাগ তল্লাশি চালিয়ে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।