নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগ মাদক বিরোধী অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর গাংনী ভিটাপাড়া এলাকা থেকে গাঁজা উদ্ধার করা হয়।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগন গাংনীর ভিটাপাড়ার মান্নান হোসেনের ছেলে জামিরুল ইসলাম জামুর বাড়িতে অভিযান চালায়।
এ সময় জামুর ঘরের একটি টেবিলের ড্রয়ার থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানের খবর পেয়ে যামু আগেই পালিয়ে যাই।এ ঘটনায় গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।