আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে হিরোইনসহ সবুজ শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
রবিবার দুপুরের দিকে সবুজকে গ্রেপ্তার করা হয়। সবুজ সেখ মেহেরপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড পাড়ার সুরাত শেখের ছেলে। জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। এবং তার কাছ থেকে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।