নিজস্ব প্রতিবেদক:
জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে মুক্তিযোদ্ধা স্বাধীনতা ও মানবিক মূল্যবোধ বিষয়ক রচনা প্রতিযোগিতায় ক বিভাগ থেকে মানবিক বৃত্তিপ্রাপ্ত হওয়ায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্রী তাওহিদা রিফা এবং খ গ্রুপ থেকে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র আকিদুল ইসলাম কে জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুই কৃতি শিক্ষার্থীর রাতে সনদপত্র তুলে দেয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুল হুদা শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।