আজকের মেহেরপুর ডেস্ক:
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার বিকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি পালন করা হয়।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট মেহেরপুর ইউনিটের চেয়ারম্যান গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক খন্দকার অ্যাডভোকেট একরামুল হক হীরা,সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম,প্রধান খন্দকার সামসুজ্জোহা প্রমুখ।
অনুষ্ঠানে মেহেরপুরের স্বেচ্ছাসেবক সুরাইয়া ইয়াসমিন, খন্দকার বদরুদ্দোজা, রুবেল হোসাইন, নাদিরা খাতুন, নাগর ইসলাম, নুসরাত জাহান জ্যোতি, শিশির আহমেদ, আনসার আনসা আনরুক, আব্দুল্লাহ আল গালিব, মোহাম্মদ মোরসালিন রহমানকে সম্মাননা প্রদান করা হয়।