আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা রোভার স্কাউটের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার রোভারের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি ড.মুহম্মদ মুনসুর আলম খান এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, নাজমুল হুদা,খুলনা বিভাগীয় লিডার ট্রেনার প্রতিনিধি এল টি প্রফেসর শহিদুল ইসলাম, জেলার রোভারের কমিশনার রফিকুল ইসলাম, সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক ফররুক আহমেদ প্রমূখ।
পরে পদাধিকারবলে জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান সভাপতি,ফররুক আহমদকে সাধারণ সম্পাদক করে মোট ২৯ সদস্য বিশিষ্ট জেলা রোভার এর কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি প্রফেসর ফজলুল হক, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদার, গাংনী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, নুরুল আহমেদ,মুজিবনগর ডিগ্রী কলেজের অধ্যক্ষ। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামকে কমিশনার, মুজিবনগর সরকারের ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেনকে ডি আর এস এ, আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রভাষক রফিকুল ইসলামকে কোষাধক্ষ্য করা হয়।