আজকের মেহেরপুর ডেস্ক:
ষষ্ঠ জাতীয় হাঁটা দিবস দিবস উপলক্ষে বাংলাদেশ ওয়াকিং ক্লাব মেহেরপুর জেলা শাখার উদ্যোগে হাঁটা দিবস পালন করা হয়। “সুস্থ থাকতে দেহযন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র”এই শ্লোগানকে সামনে রেখে শনিবার সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব মেহেরপুর জেলা শাখার ২০ জন সদস্য মেহেরপুর সদর উপজেলার বারাদি বাজার থেকে হাটা শুরু করেন।
সকাল ৬-৪০ মিনিটের সময় হাঁটা শুরু করে সকাল ৮-১০ মিনিটে মেহেরপুর সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। বাংলাদেশ ওয়র্কিং ক্লাব মেহেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম মানিকের নেতৃত্বে হাঁটা দিবসে অন্যদের মধ্যে ওয়ার্কিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক দিপু,সদস্য নাঈম, নাহিদ, সজীব, পারভেজ, ইমরান, ইমন, জব্বার হোসেন, আবির, রিপন, সোহেল, একরাম, লাভলু প্রমুখ অংশগ্রহণ করেন।