নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ তাঁতী লীগ মেহেরপুর জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য মালেকুল ইসলাম টিটনকে তাঁতী লীগ থেকে বহিস্কার করা হয়েছে। আজ শনিবার রাত্রে মেহেরপুর জেলা আহবায়ক কমিটির এক জরুরী সিদ্ধান্তে তাকে বহিস্কার করা হয়েছে।
তাাঁতী লীগের আহবায়ক মো: নূরুল ইসলাম সুবাদ ও সদস্য সচিব মো: জুয়েল রানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংগঠনের নীতি ,আদর্শ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় মালেকুল ইসলাম টিটনকে তাঁতী লীগের সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
তাঁতী লীগের ১৮ সদস্য বিশিষ্ট্য আহবায়ক কমিটির সে ১৩ নম্বর সদস্য হলেও নিজেকে কখনো সভাপতি আবার কখনো সহ সভাপতির পরিচয় দিয়ে ব্লাকমেল করে। একারনে আজ শনিবার সন্ধ্যায় এক জরুরী সিদ্ধন্তে তাতী লীগথেকে মালেকুল ইসলাম টিটোনকে বহিস্কার করা হয়েছে।
উল্লেখ্য গত সোমবার ( ৩ জানুয়ারী) মেহেরপুর বিসিক শিল্প নগরীতে করোনা পেকেজের লোনের আবেদনের বিষয়ে উদ্যোক্তারা খোঁজ নিতে গেলে মালিকুল ইসলাম টিটোনের নেতৃত্বে বহিরাগত একদল সন্ত্রাসী তিন উদ্যোক্তা ও সাংবাদিকদের লাঞ্চিত করে।