নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমি মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জেলার লোকসংস্কৃতি উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লোকসংগীত অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা লোকো সংগীত পরিবেশন করেন। এর আগে জেলা প্রশাসক ড. মুহম্মদ মুনসুর আলম খান লোকসংগীত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান,পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।