আজকের মেহেরপুর ডেস্ক:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা,অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার, মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মকর্তা জাকির হোসেন,মেহেরপুর জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সিডিপি’র কো-অর্ডিনেটর জন পি বিশ্বাস,এসকেএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফাইল উদ্দিন প্রমূখ।