মেহেরপুর প্রতিনিধি:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে মেহেরপুর ডায়াবেটিক সমিতর ভবন নির্মাণ ও আনুষাঙ্গিক কাজের জন্য প্রদত্ত ৭০ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের হাতে ৭০ লক্ষ টাকার চেক তুলে দেন। মেহেরপুর জেলা শিল্পকলা মিলনায়তনে এ চেক হস্তান্তর করা হয়। সম্প্রতি মেহেরপুর ডায়াবেটিক সমিতির অনুকূলে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুদান বাবদ ৭০ লক্ষ টাকার চেক বরাদ্দ দেওয়া হয়। রাতে শিল্পকলা একাডেমী মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, মেহেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর হাসানুজ্জামান মালেক সেখানে উপস্থিত ছিলেন।