নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে বিদেশি মদসহ স্বাধীন নামের এক যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে মেহেরপুর সদর উপজেলার শোলমারী মালোপাড়া এলাকা থেকে স্বাধীন কে আটক করা হয়।
স্বাধীন শোলমারী গ্রামের উজির আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি’র ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও এসআই অজয় কুমার কুন্ডু সহ ডিবি সদস্যরা শোলমারী বাজার এলাকায় অভিযান চালান। এসময় স্বাধীন কে আটক করার পর তার কাছ থেকে ২ বোতল বিদেশী মদ উদ্ধার করেন। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।