নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেনসিডিল সহ আরিফুল ইসলাম পিন্টু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে ১৮ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রাম থেকে আরিফুল ইসলাম পিন্টু কে গ্রেফতার করে। এ সময় তার সঙ্গে অপর ব্যবসায়ী আব্দুস সালাম পালিয়ে যায়। আটক আরিফুল ইসলাম পিন্টু আশরাফুল গ্রামের আবুল কাশেমের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর ডিবি এসআই অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এসআই বিস্বজিৎ সরকার, এএসআই মাহাতাব সহ ডিবির সঙ্গীরা আশরাফুপুর গ্রামে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম পিন্টু কে গ্রেফতার করে তার কাছে দুই বোতল এবং আবদুস সালামের বাড়ি থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।