নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মেহেরপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখনের পিতা গোলাম সরোয়ার ইন্তেকাল করেছেন (ইন্না——-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন পূর্বে গোলাম সরোয়ার হূদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। মরহুম গোলাম সরোয়ারের স্ত্রী, ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে। শুক্রবার সকাল ১০ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।