মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর প্রশাসন ও কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় পরিবহন চালক ও শ্রমিকদের শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সোমবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অপু সরেয়ার, মেহেরপুর বিআরটিএ কর্মকর্তা জিয়াউর রহমান, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমূখ।