আমঝুপি অফিস:
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ৩৩ তম বার্ষিক সাধারণ সভা ভার্চুয়াল এর মাধ্যমে অনুষ্ঠিত হয় l
গতকাল ১১টায় সময় মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির নিজস্ব হলরুমে- অনুষ্ঠানের সভাপতিত্ব মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি মোহাম্মদ জেনারুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন – মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মোস্তফা কামাল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের- সহ সভাপতি গোলাম রসূল, সচিব তুশার আহমেদ, কোষাধক্ষ্য ফয়জুল্লাহ হাক, সদস্য হামিদুল হক।
এ সময়ে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি ও বিটিভির মেহেরপুর জেলা প্রতিনিধি মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আল-আমিন হোসেন, মুজিবনগরের সাবেক এলাকার পরিচালক রেজাউল হক- এই বছরে দুইটা এলাকা পরিচালক নির্বাচিত হয়েছেন তাদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি এজিএম এমএচ মোহাম্মদ ফরহাদ হোসেন। অনুষ্ঠানে শেষ বোর্ড সদস্য প্রত্যক্ষ ভোটে এর এক বছরের জন্য পুনরায় সভাপতি মোহাম্মদ জেনারুল ইসলাম , সচিব তুশার আহমেদ, কোষাধক্ষ্য ফয়জুল্লাহ হক ।
অতিথিগণ বলেন করোনার কারণে এ বছরও ভার্চুয়াল এর মাধ্যমে অনুষ্ঠান করতে হলো আশা করি আগামী বাছরে সাধারণ সদস্য সভা গ্রাহকদের নিয়ে অনুষ্ঠান করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মোহাম্মদ ফরহাদ হোসেন।