Home » মেহেরপুর পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের ১ জন গ্রেফতার, ডিজিটাল ডিভাইস ও নগদ টাকা উদ্ধার ।

মেহেরপুর পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের ১ জন গ্রেফতার, ডিজিটাল ডিভাইস ও নগদ টাকা উদ্ধার ।

কর্তৃক xVS2UqarHx07
73 ভিউজ

 

নিজস্ব প্রতিবেদক:

 

মেহেরপুর পুলিশের অভিযানে ভিসা জালিয়াতি চক্রের ১ জন গ্রেফতার, ডিজিটাল ডিভাইস ও নগদ টাকা উদ্ধার

ভিসা জালিয়াতি চক্রের ০১ (এক) জন প্রতারক গ্রেফতার পূর্বক প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন, সিমকার্ড এবং ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা উদ্ধার করে বিজ্ঞ আদালতের আদেশমূলে জব্দকৃত টাকা প্রকৃত মালিকের জিম্মায় প্রদান।

গাংনী নিবাসী জনৈক মোঃ রবিন রানা (২০) পিতা- মোঃ জিয়ারুল ইসলাম সাং- হিজলবাড়িয়া থানা- গাংনি জেলা- মেহেরপুর, একজন ছাত্র এবং তার পিতা মিশর প্রবাসি। তার পিতা মিশরে অবস্থানকালে অজ্ঞাতনামা ব্যক্তিদের সাথে মোবাইল Whatsapp এ পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে বাদীকে অস্ট্রেলিয়া/কানাডা নেওয়ার বিষয়ে বাদীর বাবার সাথে কথা হলে অজ্ঞতনামা ব্যক্তিরা ১২,০০,০০০/-টাকার বিনিময়ে বাদীকে অস্ট্রেলিয়া/কানাডা বৈধ ভিসার মাধ্যমে বাদীকে অস্ট্রেলিয়া/কানাডা পাঠাবে বলে মৌখিক চুক্তি হয়। মৌখিক চুক্তি মোতাবেক বাদীর বাবার নির্দেশে বিভিন্ন সময়ে সর্বমোট- ৫,১৬,৬০০/- টাকা প্রেরণ করার পরে বাদীকে ০১ মাসের মধ্যে বিদেশে নিয়ে যাওয়ার কথা বললেও নম্বর গুলির অজ্ঞাতনামা ব্যক্তিরা বাদীকে একটি অস্ট্রেলিয়ান ভিসা প্রদান করেন যাহা বাদী যাচাই বাছাই করে তা নকল বলে জানতে পারেন। ভিসাটি নকল জানার পরে উক্ত নাম্বার গুলিতে ফোন দিয়ে যোগাযোগ করার চেষ্টা করলে উক্ত নম্বর গুলো বন্ধ পাওয়া যায়। এই ঘটনাকে কেন্দ্র করে অজ্ঞাতনামা ৩/৪ জন প্রতারকদের বিরুদ্ধে গাংনী থানার মামলা নং- ১৪, তাং- ১০/০৭/২০২৪, ধারা- ৪০৬/৪২০ পেনাল কোড রুজু করা হয়।

পুলিশ সুপার, মেহেরপুর এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মেহেরপুর মামলার মূল রহস্য উৎঘাটনসহ অজ্ঞাতনামা ভিসা জালিয়াতি চক্রের গ্রেফতারের লক্ষ্যে কাজ শুরু করে। তথ্য-প্রযুক্তির সহায়তায় পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মামলাটির মূল রহস্য উৎঘাটনসহ অজ্ঞাতনামা প্রতারকদের সনাক্ত করতে সক্ষম হয়। পুলিশ সুপার, মেহেরপুর এর নির্দেশক্রমে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর অভিযানিক দল গত ০১ ডিসেম্বর ২০২৪ তারিখ বিকাল ১৭.০৫ ঘটিকায় ভিসা জালিয়াতি চক্রের অন্যতম সদস্য মোঃ রশিদুল ইসলাম (৩৯) পিতা- মোঃ আবু বক্কর সিদ্দিক সাং- খাতামধুপুর (দর্জিপাড়া) থানা- সৈয়দপুর জেলা- নীলফামারীকে নীলফামারী জেলার সৈয়দপুর থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেন। গ্রেফতারকালে আসামী মোঃ রশিদুল ইসলাম (৩৯) এর নিকট থেকে প্রতারনার কাজে ব্যবহৃত ০৬ (ছয়) টি মোবাইল ফোন এবং ফোন গুলোতে ব্যবহৃত (পনের) ১৫ টি সিমকার্ড, ৩২ (বত্রিশ) টি (কথিত কৌটার সিম) এবং প্রতারনার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা জব্দ তালিকা মূলে জব্দ করেন।

অদ্য যথাযথ আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক মাননীয় পুলিশ সুপার, মেহেরপুর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল), ইনচার্জ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এবং মামলার তদন্তকারী কর্মকর্তাদের উপস্থিতিতে উক্ত মামলার বাদীর নিকট জব্দকৃত নগদ ৪,১০,০০০/- (চার লক্ষ দশ হাজার) টাকা জিম্মায় প্রদান করা হয়।

ভিসা জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের লক্ষ্যে মামলাটির তদন্ত অব্যাহত আছে।

০ মন্তব্য

You may also like

মতামত দিন