Home » মেহেরপুর পুলিশের উদ্যোগে ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং

মেহেরপুর পুলিশের উদ্যোগে ইউপি নির্বাচন সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফিং

কর্তৃক xVS2UqarHx07
167 ভিউজ

আজকের মেহেরপুর ডেস্ক:

মেহেরপুর সদর থানার উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর এবং বুড়িপোতা ইউনিয়ন পরিষদের নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের ব্রিফিং দেওয়া হয়েছে। শনিবার সকালে মেহেরপুর সদর থানা প্রাঙ্গণে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

এদিকে রবিবার ইউপি নির্বাচন সুষ্ঠু অবাধ এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবদারা খানের সভাপতিত্বে ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জানিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানিয়েছেন পূর্বের মতই এ দুই উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। প্রতি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্যের সাথে ৮ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। প্রতিটি ইউনিয়নে একটি করে মোব্ইাল টিম এবং নির্বাচনী এলাকায় ষ্ট্রাইকিং ফোর্স টহলরত থাকবে। নির্বাচনী এলাকায় ম্যাজিষ্ট্রেট এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত থাকবেন। এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ এবং বিজিবি সদস্যরা সার্বক্ষণিক টহলরত থাকবে বলে তিনি জানিয়েছেন।
ব্রিফিং সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম প্রমূখ।

০ মন্তব্য

You may also like

মতামত দিন