আজকের মেহেরপুর ডেস্ক:
স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে মেহেরপুর পুলিশের উদ্যোগে পুলিশের কর্মরত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার মেহেরপুর পুলিশ লাইন ড্রিলশেড মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ সুপার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিআইডি পুলিশ সুপার মামুন আল আনসারী, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অপু সরোয়ার, বীর মুক্তিযোদ্ধা খাজা মিয়া প্রমুখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়।