নিজস্ব প্রতিবেদক:
মেহেরপুর পুলিশের ৭ পুলিশ সদস্য নায়েক থেকে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তাঁরা সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। বৃহস্পতিবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয়ে তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন জেলা পুলিশ সুপার মোঃ রাফিউল আলম।
জেলা পুলিশের সূত্র জানায়, মেহেরপুর পুলিশের পদোন্নতি পাওয়া ৭ জন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)কে র্যাংক ব্যাজ পরিধান করিয়ে দিয়েছেন মোঃ রাফিউল আলম। এসময় তাঁদেরকে শুভেচ্ছা জানানো হয়। র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ারসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।