মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর পৌরসভার আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালন করা হয়েছে। আজ সোমবার সকালে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, পথশিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পাননি বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেল। সেদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে শেখ রাসেলকেও হত্যা করে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আদরের ছোট ভাই শেখ রাসেলের মৃত্যুকে আজও মেনে নিতে পারেননি। এই দিনটিতে মাননীয় প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে যান। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী এ বছর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হবে।
সভায় ১৫ আগস্টে যেসকল খুনিরা এই নির্মম হত্যাযজ্ঞ ঘটিয়েছে তাদের মধ্যে কিছু অপরাধীকে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হয়েছে কিন্তু যারা দেশ এবং দেশের বাইরে আত্মগোপন করে আছে তাদেরকেও খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করার দাবি জানান বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার এক্সএন মো. মজিবুর রহমান, সহকারী ইঞ্জিনিয়ার মহাসিন আলী, ২নং ওয়ার্ড কাউন্সিলর ও সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ হেল বাপ্পি, ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা. আল্পনা খাতুন, মোছা. শিউলী খাতুন সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।
পরে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া, পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
এসময় মেহেরপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. মিজানুর রহমান অপু, ইউনুস আলী, সাজিজুর রহমান সাজু, মাহবুব হাসান ডালিম, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা প্রমূখ উপস্থিত ছিলেন।