আমঝুপি অফিস:
মেহেরপুর পৌরসভা ১,৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে মেহেরপুর পাবলিক লাইব্রেরির মোড়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা আব্দুল বারী ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, মেহেরপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন মেহেরপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক কালু, সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবু, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, বিএনপি নেতা এডভোকেট মোখলেছুরর রহমান স্বপন, ৮ নং ওয়ার্ড বিএন পি নেতা আব্দুস সাত্তার মুক্তা, কিয়ামদ্দি,১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহাঙ্গীর, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস কে বুয়ালি পল্টু, ৯ নং ওয়ার্ড নেতা সাহেব আলী প্রমুখ।