Home » মেহেরপুর পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি বুলবুল সম্পাদক জুয়েল

মেহেরপুর পৌর আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি বুলবুল সম্পাদক জুয়েল

কর্তৃক xVS2UqarHx07
190 ভিউজ

মেহেরপুর প্রতিনিধিঃ

দেড় যুগ পর মেহেরপুর পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মলনে ইকবাল হোসেন বুলবুল সভাপতি ও খ ম ইমতিয়াজ বিন হারুন জুয়েল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ১৬ জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়। রবিবার (৮মে) রাত ১০ টার দিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি ও সম্পাদকের নাম ঘোষনা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

এর আগে বিকাল ৪ টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলনের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সদ্য বিদায়ী সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এম মোজাম্মেল হক, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।

বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাহী সদস্য পারভিন জামান কল্পনা, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর ১ আসনের সাবেক সংসদ জয়নাল আবেদীন, অধ্যাপক আব্দুল মান্নান, চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, মেহেরপুর ২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক গোলাম রসুল, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন চুন্নু, সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, এর আগে ২০০৩ সালের ৭ আগস্ট তিন বছর মেয়াদে ৬৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ও ১৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিয়ে মেহেরপুর পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।

০ মন্তব্য

You may also like

মতামত দিন